ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার অপাড়াগাঁ শিবনগর গ্রামে মুক্তা চাষে সাফল্য পেয়েছেন ড. নজুরল ইসলাম নামের একজন। পুকুরে মুক্তা চাষ করে রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছেন তিনি। জানা গেছে, ৩.৩ একরের এই প্রকল্পে রয়েছে ২টি পুকুর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পুকুরের পাড়কে উৎপাদনমুখী করার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। পুকুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষের সাথে চলছে দেশীয় প্রজাতির ঝিনুকের ভিতর মুক্তা চাষ। এ নিয়ে ড. নজরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, প্রতিটি ঝিনুকে মুক্তা চাষ করতে খরচ মাত্র ৫০ টাকা। একেকটি ঝিনুকে দুইটি করে মুক্তা পাওয়া যায়। প্রতিটি মুক্তার বর্তমান বাজার মূল্য ছয়শ’ থেকে সাতশ’ টাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS