অবস্থান ও আয়তন[সম্পাদনা]. খুলনা বিভাগের ঝিনাইদহ জেলাতে অবস্থিত। জেলা সদর থেকে দক্ষিণ-পূর্বে ৩০ কিলোমিটার দূরে উপজেলা সদরের অবস্থান। যশোর চুয়াডাঙ্গা রোডের পাশে ছোট এই উপজেলা শহরটির অবস্থান। এই উপজেলার উত্তরে ঝিনাইদহ সদর উপজেলা, পূর্বে কালিগঞ্জ উপজেলা, দক্ষিণে মহেশপুরউপজেলা এবং পশ্চিমে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা এবং ঝিনাইদহ সদর উপজেলা। প্রশাসনিক এলাকা[সম্পাদনা]. এই উপজেলার ইউনিয়নসমূহ হচ্ছে -. সাফদারপুর ইউনিয়ন; দোড়া ইউনিয়ন; কুশনা ইউনিয়ন; বলুহর ইউনিয়ন; এলাঙ্গী ইউনিয়ন. শিক্ষা[সম্পাদনা]. ৫টি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ২১ টি, ২টি জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়, ১টি কামিল মাদ্রাসা সহ ৪টি মাদ্রাসা, ৩৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩৫টি রেজিঃ ...
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS