আমি মোঃ জিয়াউর রহমান ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত আছি । ২০১৮-২০১৯ অর্থ-বছরে আইসিটি অধিদপ্তরে -এ একটি প্রকল্প জমা দিই। প্রকল্পটির নাম হাতের মুঠোয় ইউপি সেবা । প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল অতি সহজেই কম সময়ে কম খরচে ঘরে বসেই যেন গ্রাম বাংলার সাধারণ মানুষ ওয়েব অথবা মোবাইল অ্যাপ’সের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সেবা নিতে পারে। এতে করে সময়, টাকার পরিমানটও কম লাগে । প্রকল্পটি বাস্তবায়নের জন্য আইসিটি অধিদপ্তর - আমাদের ৩ লক্ষ টাকা অনুদান দেয়।পরে প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করি। দেখা যায় , প্রকল্পটি বাস্তবায়নের টাকার পরিমাণ আইসিটি অধিদপ্তর কর্তৃক টাকা দেয়ার ২ থেকে ৩ গুণ বেশি হওায়ায় , আমরা একটি স্টার্টআপ কোম্পানির কাছ থেকে প্রকল্পটি বাস্তবায়ন করি এবং প্রকল্পটি এখন পর্যন্ত বেশ ভাল সার্ভিস দিয়ে যাচ্ছে। প্রকল্পটির মাধ্যমে এখন পর্যন্ত হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের, ৬টি ইউনিয়ন পরিষদের প্রায় ৯৮০টি ডিজিটাল সার্টিফিকেট দেয়া হয়েছে। ইতিমধ্যে প্রকল্পটির কার্যক্রম দেখে উক্ত উপজেলার ইউএনও মহোদয়, ডিসি স্যার, বিভাগীয় কমিশনার স্যার, চেয়ারম্যান,মেম্বর ও সাধারণ মানুষ সন্তুষ্ট হয়েছে। এমনকি স্বনামধন্য একটি পত্রিকায় আমাদের প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেছেন। এখানে আরও একটি বিষয় উল্লেখ যে, সরকারি ক্যাটাগরিতে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে এবং সেই সাথে আমাদের আইসিটি অধিদপ্তরের মুখ উজ্জ্বল হয়েছে। আমরা ইতিমধ্যে প্রাথমিক ধাপ সম্পন্ন করেছি।
প্রকল্পের নামঃ হাতের মুঠোয় ইউপি সেবা
ওয়েবসাইটঃ https://hatermuthoyupseba.com/
ওয়েবসাইট ব্যবহারের পদ্ধতিঃ https://www.youtube.com/watch?v=0-6m8cZGf8o
মোবাইলঅ্যাপঃ https://play.google.com/store/apps/details?id=com.nextgenerationcreativesoft.ngcs.hatermuthoyupseba
অ্যাপ ব্যবহারের পদ্ধতিঃ https://www.youtube.com/watch?v=4q-yFmgWWd0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS