Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে কোটচাঁদপুর পৌরসভা

          ঐতিহ্যবাহীঝিনাইদহ জেলার পৌরসভাগুলোর মধ্যে অন্যতম একটি পৌরসভাকোটচাঁদপুর পৌরসভা কোটচাঁদপুর পৌরসভা এলাকা; ভূখন্ড হিসাবে ক্ষুদ্র হলেও এটি ঐতিহ্যবাহী  এবং প্রাচীন জনপদ হিসাবে সর্বজন বিদিত কপোতাক্ষ নদের অববাহিকায় মনোরম নৈসর্গিক লীলাভূমি এই কোটচাঁদপুর শহর ভৌগলিক দিক থেকে ঝিনাইদহ জেলা সদর হতে ৩০ কিঃমিঃ দক্ষিণ পশ্চিমে কোটচাঁদপুর শহরের অবস্থান কোটচাঁদপুরে শহর গড়ে ওঠার পেছনে মূল ভূমিকায় রয়েছে কপোতাক্ষ নদ একদা কপোতাক্ষ নদ ছিল খরস্রোতা; যা এই কোটচাঁদপুর পৌর শহরের পাশ দিয়েই প্রবাহমান জনবহুল এই শহরের প্রান কেন্দ্রে ১৮৮৩খ্রীষ্টাব্দে স্থাপিত হয় কোটচাঁদপুর মিউনিসিপ্যালিটি বা কোটচাঁদপুর পৌরসভা এবং প্রথম প্রশাসক হিসাবে নিয়োগ লাভ করেন মিঃ ক্যাসল, জেলা ম্যাজিস্ট্রেট, যশোর বর্তমানে জনাব মোঃ সহিদুজ্জামান, মেয়র, কোটচাঁদপুর পৌরসভা, ঝিনাইদহ এর নেতৃত্বে (তিন) জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর  (নয়) জন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা পরিচালনা সহ সকল প্রকার জনসেবা, জনসচেতনতা উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদন করছেন পৌরসভাটি ১১(এগারো) টি গ্রাম নিয়ে গঠিত আয়াতন ১৭.৪৬(সতেরো দশমিক চার ছয়) বর্গ কিঃমিঃ (সর্বশেষ মাস্টার প্লান/ মহাপরিকল্পনা অনুযায়ী) মৌজা সংখ্যা (আট) টি ওয়ার্ড সংখ্যা (নয়) টি পৌর এলাকার ভোটার সংখ্যা ৩৩,০৯৪(তেত্রিশ হাজার চুরানব্বই) জন এবং মোট জনসংখ্যা ৫৬,০৯০(ছাপান্ন হাজার নব্বই) জন বর্তমানে এই জনবহুল পৌরসভাটি ডিজিটাল পৌরসভা হিসাবে রুপান্তরের লক্ষ্যে সুযোগ্য মেয়র; জনাব মোঃ সহিদুজ্জামান তাঁর নিরলস প্রচেষ্টা অব্যহত রেখেছেন