কোটচাঁদপুর একটি পুরাতন উপজেলা যা ১৭৭২ সালে থানা হিসাবে গঠিত হয় । এর নামের উৎপত্তি সম্পর্কে নির্দিষ্ট কিছুই জানা যায়নি। প্রচলিত আছে অতীতে চাঁদ খান নামে এক ধার্মিক ব্যক্তি ইসলাম প্রচারের জন্যে এখানে বসতি স্থাপন করেন। ধার্মিক ব্যক্তির বাড়ি চারপাশে শহরের মত গড়ে ওঠে। সম্রাট জাহাঙ্গীর এর আমলে বিদ্রোহী বারো ভুঁইয়া থেকে রক্ষা কারার জন্য একটি দেয়াল নির্মাণ করা হয়েছিল। ফার্সি ভাষায় দেয়ালকে কোট বলা হয়। ধারণা করা হয় কোটচাঁদপুর নামের উৎপত্তি কোট এবং চাঁদ খান এই দুইটি শব্দ থেকে।
কোটচাঁদপুর উপজেলার আয়তন ১৬৫.৬৩ কিমি। ইহা ২৩ ডিগ্রী ২২ মিনিট থেকে ২৩ ডিগ্রী ৩৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রী ৫৫ মিনিট থেকে ৮৯ ডিগ্রী ০৬ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ এর মাঝে অবস্থিত। এর উত্তরে ঝিনাইদহ সদর উপজেলা, পূর্বে কালিগঞ্জ উপজেলা, দক্ষিণে মহেশপুর উপজেলা এবং পশ্চিমে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা এবং ঝিনাইদহ সদর উপজেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস