Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নসমূহ
১ নং সাফদারপুর ইউনিয়ন পরিষদঃ উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – রেলওয়ে/সিএনজি/রিক্সা/আলমসাধু/নছিমন/করিমন/মটরসাইকেল।
২ নং দোড়া ইউনিয়ন পরিষদঃ কালের স্বাক্ষী বহন কারী কপোতক্ষ নদীর তীরে গড়ে  উঠা কোটচাঁদপুর উপজেলার একটিঐ তিহ্যবাহী অঞ্চলহলো ২ নং দোড়া ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ দোড়া উনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

উপজেলা সদর থেকে ২ নং দোড়া ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা-

 উপজেলা সদর সরকারী হাসপাতাল গেইট থেকে ২ নং দোড়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত - সিএনজিতে/ নচিমন/করিমন/ ভ্যান -  ১৫-২০/- (জনপ্রতি)।

৩ নং কুশনা ইউনিয়ন পরিষদঃ কোটাচাঁদপুর থেকে ১০ টাকা ভাড়া দিয়ে ০৩ নং কুশনা ইউনিয়ন পরিষদে আসতে হয়। যাতায়াতের মাধ্যম হচ্ছে নছিমন.করিমন.আলমসাদু.ও মোটরসাইকেল যোগে। কোটচাঁদপুর মেইন বাসষ্ট্যান্ড থেকে তালসার রোড দিয়ে কুশনা বাজারে নামতে হবে। তারপর কুশনা বাজার থেকে উত্তর দিকে অল্প একটু গেলে ০৩ নং কুশনা ইউনিয়ন পরিষদ ভবন।
৪ নং বলুহর ইউনিয়ন পরিষদঃ কালেরস্বাক্ষী বহনকারী কপোতাক্ষ নদীর তীরে গড়ে  উঠা কোটচাঁদপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বলুহর ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ বলুহর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। ঝিনাইদহ জেলা শহর থেকে বাস যোগে কোটচাঁদপুর উপজেলায় পৌছানোর পর কোটচাঁদপুর শহর থেকে ভ্যান অথবা রিক্সা করে গেলে মাত্র ১০ মিনিটের রাস্তা। শহর সংলগ্ন আমাদের এই ইউনিয়ন পরিষদ। আমাদের ইউনিয়ন পরিষদে মোট ১১ টি গ্রাম আছে। এখানে ২ কিলোমিটার পাকা রাস্তা ও বিভিন্ন গ্রামের ভিতর প্রায় ১২-১৪ কিলোমিটার পথ আধা পাকা রাস্তা আছে। বাকি কয়েক কিলোমিটার কাচা রাস্তা রয়েছে।
৫ নং এলাঙ্গী ইউনিয়ন পরিষদঃ উপজেলা শহর হতে ইউনিয়ন পরিষদের দূরত্ব ৩ কিঃমিঃ। যাতাযাতের মাধ্যম হিসেবে বাস, রিস্কা,ভ্যান, অটো,সিএনজি ব্যবগার করা যায়। জন প্রতি ভাড়া ৫ টাকা।