Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

উদ্যোক্তা প্রোফাইল

কোটচাঁদপুর পৌরসভা কার্যালয়, ঝিনাইদহ

উদ্যোক্তা প্রোফাইল

 

নাম

মোঃ শাকিল আহমেদ

পদবী

উদ্যোক্তা

অফিসের ঠিকানা

 

মোবাইল নং

০১৭২০৪৪২৮২৫

-মেইল

kotchandpur1@gmail.com

যোগদানের তারিখ

০৭-০৬-২০১৬ খ্রীঃ

সর্বশেষ চাকুরীস্থল

 

জন্মতারিখ

১০-০৯-১৯৮৮ খ্রীঃ

বৈবাহিক অবস্থা

বিবাহিত

নিজ জেলা

ঝিনাইদহ

 

কোটচাঁদপুর পৌরসভা  ডিজিটাল সেন্টার এবং তথ্য সেবা কেন্দ্র যে সকল সেবা সমূহ পাওয়া যাবে :

সরকারি সেবাসমূহ :

বানিজ্যিক সেবা :

পৌরসভা সেবা:

জন্ম নিবন্ধন,

মৃত্যু নিবন্ধন,

জমির পর্চার আবেদন,

জাতীয় তথ্য কোষ হতে তথ্য প্রদান,

বিভিন্ন পরীক্ষা সমূহের ফলাফল প্রদান,

সার্ভিস পোর্টাল থেকে সেবা প্রদান,

ই জি পি (অনলাইনে টেন্ডার ড্রপিং)সহ প্রভৃতি সেবা প্রদান করা হয়।

অনলাইনে জন্মনিবন্ধন আবেদন,

কম্পিউটার কম্পোজ,

ল্যামিনেশন,

স্ক্যানিং,

প্রিন্টিং,

ফোন কল,

ই-মেইল,

অনলাইনে চাকুরির আবেদন,

রিংটোন-গান-মুভি ডাউনলোড,

গেমস ডাউনলোড,

বিভিন্ন প্রকার আবেদন পত্র লিখন,

জাতীয় পরিচয় পত্রের অনুলিপি তৈরী,

ব্যানার-ফেস্টুন তৈরীর অর্ডার নেওয়া,

পৌর এলাকার মধ্যে ভিন্ন স্থানে প্রজেক্টরে উন্নয়নমূলক চলচিত্র ও বিজ্ঞাপন প্রদর্শন করা (মেয়র মহোদয়ের অনুমতি স্বাপেক্ষে) প্রভৃতি।

হোল্ডিং কর গ্রহন,

নাগরিক সদনপত্র প্রস্তুত,

ওয়ারেশ সনদপত্র প্রস্তুত,

পারিবারিক ওয়ারেশ সনদপত্র প্রস্তুত,

প্রত্যয়ন পত্র প্রস্তুত সহ প্রভৃতি সেবা প্রদান করা হয়।

 এছাড়াও এক সেবা হতে পন্যদ্রব্য বিক্রয় সহ কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি সেবা জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডারজাতীয় -তথ্যকোষ(www.infokosh.bangladesh.gov.bd) থেকে তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় -তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেনিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়

          উপরোক্ত সেবা সমূহ নির্দিষ্ট সেবামূল্য প্রদানের বিনিময়ে কোটচাঁদপুর পৌরসভার ডিজিটাল সেন্টার এবং  তথ্য সেবাকেন্দ্র থেকে পাওয়া যায়

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)